Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ ২০২৪ ১১:৩৪ | আপডেট: ৮ মার্চ ২০২৪ ১৫:২৫

গাজায় সমুদ্রপথে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি অস্থায়ী বন্দর স্থাপনের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সামরিক বাহিনী এই বন্দর নির্মাণ করবে। খবর বিবিসি।

বৃহস্পতিবার (৭ মার্চ) স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই বন্দর নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। তবে এর মাধ্যমে গাজার মাটিতে মার্কিন সেনা অবস্থান করবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মার্কিন কর্মকর্তারা বলেন, এই অস্থায়ী বন্দরটি ফিলিস্তিনিদের জন্য প্রতিদিন ‘শত শত ত্রাণবাহী ট্রাকের’ চেয়ে বেশি পরিমাণে মানবিক সহায়তা সরবরাহ করতে পারবে।

এর আগে জাতিসংঘ সতর্ক করে বলেছিল, গাজার জনসংখ্যার এক চতুর্থাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট এই অস্থায়ী নৌ বন্দর নির্মাণের ঘোষণা দিলেন।

জো বাইডেন বলেন, বন্দরটি নির্মাণ করবে মার্কিন সামরিক বাহিনী। এটি সমুদ্রপথে জাহাজ থেকে গাজা উপকূলে পণ্য পরিবহনের জন্য একটি অস্থায়ী জেটি হিসেবে কাজ করবে।

তবে বন্দর থেকে সরবরাহের জন্য সড়ক কে নির্মাণ করবে বা স্থলে এসব ত্রাণের নিরাপত্তার দায়িত্ব কাদের থাকবে- এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর অজানা রয়ে গেছে। যার উপর নির্ভর করছে এই কাজের সফলতা।

সারাবাংলা/এনএস

গাঁজা জো বাইডেন টপ নিউজ মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর