Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্তর্জাতিক পর্যায়েও মেয়েদের দক্ষতা প্রমাণ করতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ১৪:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিএমও

ঢাকা: নারীরা কখনো পিছিয়ে থাকবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু দেশের ভিতরে না আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মেয়েদের যে দক্ষতা আছে সেটাই আমি প্রমাণ করতে চাই। কাজেই সেই দিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি।

শুক্রবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন-২০২৪ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন— ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজড়া। সম্মাননা পাওয়া প্রত্যেক জয়িতাকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, “নারীর সম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এবার নারী দিবসের প্রতিপাদ্য বিষয়— ‘নারীর সম অধিকার সমসুযোগ এগিয়ে নিতে হবে বিনিয়োগ।’ তাই এসএমই খাতে বিনিয়োগের জন্য সুবিধা করে দিয়েছি।”

নারীদের সমান সুযোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে মেয়েদের (দায়িত্ব) দিয়েছি তারা কিন্তু খুব দক্ষতার পরিচয় দিয়েছেন। তাদের কাজের প্রশংসা না করে পারি না। এবার এডিবিতে একটা ভাইস প্রেসিডেন্টের পদ খালি ছিল। যখন নাম প্রস্তাব পাঠাই, তখন আমাদের দুই নারী অফিসারের প্রস্তাব পাঠিয়েছিলাম। আমাদের অর্থ বিষয়ক সচিব সেখানে ছিলেন, পেয়ে গেছেন। আর এখন ওয়ার্ল্ড ব্যাংকেও আরেকজন নারী অফিসার নিয়োগ দিয়ে দিয়েছি। ওখানে ফাতিমা আর এই দিকে শরীফা (বিশ্বব্যাংক)। কাজেই দুই আন্তর্জাতিক সংস্থায় আমাদের দুইজন নারী কর্মকর্তা সুযোগ পাচ্ছেন। শুধু দেশে না আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মেয়েদের দক্ষতা আছে তা প্রমাণ করতে চাই। সেই দিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি।’

তিনি বলেন, ‘নারীর উন্নয়নের নীতিমালা প্রণয়ন করেছিলাম। পরবর্তীতে বিএনপি এসে বেশকিছু সংশোধন করার নামে তা রেখে দিয়েছিল। সেটাকে কার্যকর করেনি। আমরা দ্বিতীয়বার সরকারে এসে ওই সংশোধনগুলো পরিবর্তন করে দিয়ে আবার তা বাস্তবায়ন করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নারীদের জন্য সুযোগটা সৃষ্টি করেছি। এখন মেয়েদের এগিয়ে আসতে হবে। খালি ঘরে বসে থাকলে হবে না। কারণ মেয়েরাই বেশি কাজ করে। হয়তো আজকে আমাদের কর্মসংস্থান বা কাজের দিক থেকে শ্রমের দিক থেকে প্রায় ৪৩ ভাগ দেখানো হচ্ছে। কিন্তু মেয়েরা অফিস-আদালতে কাজ করে আরেকটা কাজ করে থাকে, সংসার সামলানো। সেটা হিসাবে ধরা হয় না। সেটা ধরা হলে দেখা যাবে মেয়েরা অনেক বেশি শ্রম দিচ্ছেন।’

সরকারপ্রধান বলেন, ‘নারীরা কখনো পিছিয়ে থাকবে না সেটাই আমাদের প্রত্যাশা। জাতির পিতা সাংবিধানিকভাবে নারীর অধিকার দিয়ে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগও তার ঘোষণাপত্রে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। শুধু বলা না, আমরা যখন ক্ষমতায় এসেছি সেটা করে গেছি। আমাদের যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে হয় তাহলে নারী-পুরুষ সমান শ্রম দিয়েই দেশকে তুলতে হবে। কারণ সমাজের অর্ধেক নারী। সেই অর্ধেক জনগোষ্ঠী যদি উঠে না দাঁড়ায় আর কাজ না করে। তাহলে সেই সমাজ তো কখনো অগ্রগামী হতে পারে না।’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

সারাবাংলা/এনআর/এনএস

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন-২০২৪ টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর