Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোলাইপাড়ে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ২১:৫৭

ঢাকা: রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে ছুরিকাঘাতে শান্ত (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন শান্তর বন্ধু হোসাইন (২৫) নামে আরেক যুবক।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ধোলাইপাড় ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে শান্তকে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হোসাইন হাসপাতালে ভর্তি আছেন।

শান্তকে হাসপাতালে নিয়ে আসা রোমান নামে এক যুবক জানায়, সন্ধ্যায় তারা ফোনে খবর পান, ধোলাইপাড়ে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। তখন তারা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শান্ত ও হোসাইনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন স্থানীয় ওই হাসপাতালের চিকিৎসক।

বিজ্ঞাপন

নিহত শান্তর বাবার নাম মো. দেলোয়ার হোসেন। বাড়ি কুমিল্লায়। ধোলাইপাড় যুক্তিবাদী গলিতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া করা বাসায় থাকতেন শান্ত। মীরহাজীরবাগের পাইপ রাস্তায় একটি ওয়ার্কশপের শ্রমিক ছিলেন শান্ত।

ছুরিকাঘাতে আহত হোসাইন পশ্চিম ধোলাইপাড় আলী হোসেন রোডের বাসিন্দা। এলাকায় তার মুদি দোকান রয়েছে।

ধোলাইপাড় ৭ তলা গলির কয়েকজন তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বলে অভিযোগ হোসাইনের। তবে কেন ছুরিকাঘাত করেছে সে বিষয়ে তিনি জানাতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শান্তর বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, হোসাইনের মাথায় ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাটির তদন্ত করছে বলে জানান ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া।

সারাবাংলা/এসএসআর/একে

ছুরিকাঘাত ঢাকা মেডিকেল ঢামেক হাসপাতাল তরুণকে হত্যা