Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়ল তুলার দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ২২:১১ | আপডেট: ৯ মার্চ ২০২৪ ০১:২৬

শুক্রবার সন্ধ্যার পর ময়মনসিংহ শহরের দুটি তুলার দোকানে আগুন লাগে। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে লেপ, তোষক-বালিশ তৈরির তুলার দুটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় নগরীর মহারাজা রোডে মেসার্স আল মদিনা ম্যাট্রেস ও কামাল ম্যাট্রেস নামের দুটি দোকানে এ অগ্নিদুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।

মোফাজ্জল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত দোকান দুটিতে লেপ, তোষক ও বালিশ তৈরি হতো। আগুনে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অগ্নিকাণ্ড আগুন তুলার দোকানে আগুন ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর