Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাথিউসদের হারিয়ে সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৪ ০৮:০৮ | আপডেট: ৯ মার্চ ২০২৪ ১৩:৪০

সিরিজ জিততে পারবে বাংলাদেশ?

গত এক বছর ধরে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে এই ফরম্যাটে রেকর্ডটা মোটেই সুখকর ছিল না শান্তদের। সিলেটে সিরিজের প্রথম ম্যাচেও খুব কাছে গিয়ে ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল জাকের আলিদের। দ্বিতীয় ম্যাচে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা এনেছেন তারা। এই সিলেটেই আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ কি পারবে লংকানদের বিপক্ষে প্রথমবারের মতো এই ফরম্যাটে সিরিজ জিতে টানা ৭ সিরিজে অপরাজিত থাকতে?

২০১৮ সাল থেকেই দুই দলের দ্বৈরথটা বেশ জমে উঠেছে। ‘নাগিন ড্যান্স’ উদযাপন থেকে শুরু, এই আগুনে ঘি ঢেলেছে গত বিশ্বকাপে সাকিবের করা ম্যাথিউসের সেই টাইমড আউট। ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে হাতও মেলাননি মেন্ডিসরা। সেই প্রভাব যে এবারের সফরে পড়বে, সেটাই ধারণা করছিলেন সবাই।

বিজ্ঞাপন

তবে টাইমড আউটের কারিগর সাকিব এই সফরে মাঠে নামবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তাই সাকিব-ম্যাথিউস লড়াইটা আলাদাভাবে দেখা যাবে না। প্রথম দুই ম্যাচেও অবশ্য দুই দলের ক্রিকেটারদের মাঝে তেমন উত্তাপ ছড়ায়নি। শুধু প্রথম ম্যাচে উইকেট নিয়ে শরিফুল করেছিলেন ম্যাথিউসের সেই ঘড়ি দেখানোর উদযাপন। আর আগের ম্যাচে সৌম্যর রিভিউ নিয়ে কিছুটা তর্ক হয়েছে লংকান ক্রিকেটার ও আম্পায়ারদের মাঝে।

পারফরম্যান্সের দিক দিয়ে বেশ এগিয়েই আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাজে বোলিং করলেও হৃদয়-মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের খুব কাছেও চলে গিয়েছিল তারা। শেষ বলে গিয়ে স্বপ্নভঙ্গ হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার বোলিংয়ের পাশাপাশি টপ অর্ডারও আলো ছড়িয়েছে। অধিনায়ক শান্ত ফিফটি করে অপরাজিত থেকেই দলকে জয় এনে দিয়েছেন।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তাই জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক ও কোচ দুজনেই। আগের ম্যাচের ফর্মটা ধরে রাখলেই লংকানদের বিপক্ষে এই ফরম্যাটে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস তাদের। অন্যদিকে নিজেদের ভুলগুলো শুধরে সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রথম দুই ম্যাচে শ্রীলংকান অধিনায়ক আসালাংকাও।

সিলেটে আজ দুপুর ৩টা শুরু হবে শেষ ম্যাচ। দুপুরে খেলা হওয়ায় শিশিরের ইস্যুটি আজ তেমন থাকছে না। টসে জিতে দুই অধিনায়ক তাই ব্যাটিংও নিতে পারেন। উইনিং কম্বিনেশন না ভেঙ্গে আগের একাদশই নামাবে বাংলাদেশ। লংকানদের স্কোয়াডে আছে ইনজুরির ধাক্কা। পাথিরানা ইনজুরিতে পড়ায় দলে পরিবর্তন আনতেই হবে তাদের। তবে তাদের জন্য স্বস্তির খবর হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গার ফেরা। ২ ম্যাচের নিষেধাজ্ঞা শেষে আজ একাদশে ফিরছেন তিনি।

সিলে টেশেষ হাসি কে হাসবে আজ, সেটা জানা যাবে রাতের মাঝেই।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

মিডিয়া এখনো নিয়ন্ত্রিত: নাহিদ ইসলাম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০

আরো

সম্পর্কিত খবর