জয়পুরহাট জেনারেল হাসপাতালে আগুন, কক্ষ পুড়ল তত্ত্বাবধায়কের
৯ মার্চ ২০২৪ ০৮:৫৮ | আপডেট: ৯ মার্চ ২০২৪ ১৩:৩৮
জয়পুরহাট: জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ১টা ১৪ মিনিটে হাসপাতালের দ্বিতীয় তলায় নারী ওয়ার্ডের পাশে তত্ত্বাবধায়কের কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনে কক্ষের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শরিফুল ইসলাম জানান, হাসপাতালে থাকা রোগীর স্বজনরা তত্ত্বাবধায়কের কক্ষে ধোঁয়া দেখতে পান। এ সময় আতঙ্কে চিৎকার শুরু করেন তারা। ওই ভবনে থাকা রোগী, তাদের স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে আসার কারণে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়তে পারেনি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল ও পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। তারা জানান, আগুন নিভিয়ে ফেলায় আতঙ্কের কিছু নেই। রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যহত হবে না।
সারাবাংলা/এসকে/এনএস