Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের আগুন আতঙ্ক কুবির পাহাড়ে

কুবি করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ১৬:২৩

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদ, স্পোর্টস কমপ্লেক্স ও কেন্দ্রীয় খেলা মাঠের পাশের পাহাড়ে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে পাহাড়টিতে আগুনের সূত্রপাত ঘটে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের কাছে লালন চত্বর নামে পরিচিত ওই পাহাড়ের বেশির ভাগ আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। কোথাও ছনের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে আবার কোথাও আগুন নিভে বিবর্ণ কালো রূপ ধারণ করেছে। এদিকে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা জানতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগুন নির্বাপণ কার্যক্রমের দায়িত্বে থাকা স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ জানান, আনুমানিক ১২টা ১০ মিনিটে আমরা খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে আসি। শুষ্ক মৌসুম হওয়ায় বাতাসের কারণে আগুনের স্পার্ক দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।

তিনি বলেন, তদন্ত ছাড়া আগুন লাগার কারণ বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, সিগেরেটের উচ্ছিষ্ট থেকে আগুন লাগতে পারে।

এর আগে, গত বছরের মার্চে বঙ্গবন্ধু ও দত্ত হলের পাশের পাহাড়ে কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত প্রতিবেদন জানানো হয়নি।

সারাবাংলা/ইআ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাহাড়ে আগুন

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর