ইবিতে ইইই বিভাগের রজতজয়ন্তী
৯ মার্চ ২০২৪ ১৭:৪২
কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই পুনর্মিলনীতে বিভাগের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী উপলক্ষে শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে বেলুন ও পায়রা ওড়ানোর মধ্যদিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বেলুন ও পায়রা ওড়ানোর পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে রজতজয়ন্তীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহিনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। এ ছাড়া আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরীনসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে র্যাফেল ড্র, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে এ উপলক্ষে শুক্রবার প্রথম পুনর্মিলনী উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বিভাগটি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘অ্যালামনাইরা বিভাগের প্রাণ। বিশ্ববিদ্যালয় আপনাদের অনেক দিয়েছে এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়কে অনেক কিছু দেওয়ার। পুনর্মিলনীর মাধ্যমে নবীন-প্রবীণ সবার মাঝে বন্ধন তৈরি জবে। এই পুনর্মিলনীতে আপনাদের আত্মিক অনুভূতি তৈরি হবে।’
সারাবাংলা/একে