ময়মনসিংহে বড় ব্যবধানে জয়ের পথে টিটু
৯ মার্চ ২০২৪ ২১:১০
ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ১২৮ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সর্বশেষ ফলাফলে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।
প্রাপ্ত ফলাফল দেখা গেছে, ১০৯ কেন্দ্রে ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল হক খান মিল্কি টজু হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ২৫২ ভোট। আর জেলা আওয়ামী লীগের এহতেসামুল আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৩৫ ভোট। এ ছাড়া, রেজাউল হক হরিণ প্রতীকে ১ হাজার ১৭০ এবং জাতীয় পার্টির শহিদুল ইসলাম স্বপন মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৪৭ ভোট।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এ তথ্য জানান।
এর আগে, সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনে ভোট নেওয়া হয়।
সারাবাংলা/পিটিএম