Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ১১:২৯

ঢাকা: আসন্ন রমজানে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না বলে ব্যবসায়ীদের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার (১০ মার্চ) সকালে শ্যামলী ক্লাব মাঠের রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘যে বাজারদর রমজান মাসের সদকায়ে জারিয়া হওয়ার কথা, সেখানে উল্টো মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নিয়েছে তাদের একটি সতর্কবাণী দিলাম। দলের সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ রেহাই পাবে না।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজারের সম্পর্কে প্রচণ্ড অবহিত ছিলাম। বাজার সম্পর্কে আমার ধারণা হয়েছে। কুমিল্লা নিমসার বাজার থেকে যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটা ফুলকপি কিনি। আর সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট আসে তখন এটি ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেল ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকা, মাঝখানে যে শুভঙ্করের ফাঁকি। মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক।’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমাদেরকে জনগণ দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় রেখেছেন। প্রধানমন্ত্রী বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন। বারবার কঠিন বার্তা দিচ্ছেন। তারপরও যারা বাজারদরকে নিয়ন্ত্রণে আনছে না।’

দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে অন্যান্য সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা অনুরোধ করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘জনগণ ১৫ বছর আমাদের ক্ষমতা রেখেছেন, সেই জনগণের জন্য আমাদের একটি মাস পরিশ্রম করে দেখাতে হবে, আমরা জনগণের জন্য, জনগণ আমাদের জন্য।’

ক্ষোভ প্রকাশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দেশে মানুষের নৈতিকতা মানবিকতার কিছু পরিবর্তন হয়ে গেছে। রমজানে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমে যায়। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজানে মানুষকে জিম্মি করে তারা উপার্জনের পথ বেছে নেয়।’

সরকারের পতন না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি— দলটির নেতা মির্জা আব্বাসের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এটি সাধারণ জনগণের কাছে একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাবে না। জনগণের বিরুদ্ধে জনগণ যাবে না। জনগণ শেখ হাসিনা পাশে আছে।’

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জাহাঙ্গীর কবির নানক টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর