Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ফরম্যাটেই শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৪ ১৪:২৩

টেস্টের শীর্ষস্থানও এখন ভারতের দখলে

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে থেকেই শীর্ষে ছিলেন তারা। ঘরের মাটিতে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। আর দুর্দান্ত এই সিরিজ জয়ে টেস্টেও সবার উপরে উঠেছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে ভারত। তিন ফরম্যাটে এখন সেরা রোহিতের ভারতই।

গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার সাথে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করে শীর্ষস্থান খুইয়েছিল ভারত। অন্যদিকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শীর্ষে ফিরেছিল অজিরা। দুই মাস পর সেই শীর্ষস্থান দখল করলেন রোহিতরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর তাদের রেটিং পয়েন্ট ১২২, দ্বিতীয় স্থানে থাকা অজিদের পয়েন্ট ১১৭। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলেও ভারতের চেয়ে পিছিয়ে থাকবে অস্ট্রেলিয়া। ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। ৫১ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে বাংলাদেশ।

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান দৃঢ় করেছে ভারত। ৯ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভারত। তাদের জয়ের হার ৬৮.৫১। ৫ ম্যাচে ৬০ শতাংশ জয়ের হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।

সারাবাংলা/এফএম

টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত র‍্যাংকিং শীর্ষ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর