ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
১০ মার্চ ২০২৪ ১৭:৫৩
বয়সভিত্তিক ফুটবলে বরাবরই দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন মেয়েরা। এবার তাদের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। নেপালের কাঠমান্ডুর আলফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফ ফুটবলের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।
নির্ধারিত সময়ে ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় ভারত। আনুশকা কুমারির গোলে লিড নেয় তারা। প্রথমার্ধে খুব বেশি আক্রমণ সাজাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ছন্নছাড়া ফুটবলে তাই সমতাও ফেরানো হয়নি তাদের। ভারত বেশ কিছু সুযোগ পেলেও লিড বাড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ভালো ফুটবল উপহার দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে কিছুতেই সেই আরাধ্য গোলটি আসছিল না। অনেক চেষ্টার পর ৭১ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। মরিয়মের গোলে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দুর্দান্ত বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। প্রথম শটে গোল মিস করেছিলেন বাংলাদেশের প্রীতি। ভারত তাদের প্রথম শটে গোল করলে চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপর ঢাল হয়ে দাঁড়ান ইয়ারজান। ভারতের আনিলা, বনিফিলিয়া ও দেবজানির তিনটি শট বাঁচিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে মরিয়ম, থুইনি ও সাথি গোল করলে লিড নেয় বাংলাদেশ। শেষ শটে গোল করতেই হতো ভারতকে, সেই শট ইয়ারজান ঠেকিয়ে দিলেই শিরোপা জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ।
সারাবাংলা/এফএম