Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণিল আয়োজনে বিআইজেএফের মিলনমেলা

সারাবাংলা ডেস্ক
২ মার্চ ২০২৪ ২২:২২ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ২২:২৬

সারাবাংলা ডেস্ক: বর্ণিল আয়োজনে দিনজুড়ে মিলনমেলা (ডেআউট-২০২৪) উদযাপন করেছে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

সদস্যদের উপস্থিতিতে গাজীপুরের পুবাইল রিসোর্ট ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। সদস্য পরিবারের শিশু-কিশোরদের আনন্দ উল্লাসে মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরা। মিউজিক পিলোপাস, ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়াও উৎসবে ছিল বোটিং, শুটিং, সুইমিং ও ৩৬০ ডিগ্রি ভিডিও সেলফি। বিকেলে ছিল পিঠা-পুলির আয়োজন। সান্ধ্য আয়োজনের সমাপ্তি হয় র‌্যফেল ড্র দিয়ে।

বিজ্ঞাপন

বিআইজেএফ সদস্যদের বার্ষিক পারিবারিক মিলনমেলায় যুক্ত হন বাণিজ্যিক সংগঠনের নেতারাও। মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সহ-সভাপতি সাহাব উদ্দিন শিপন, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল, বাক্কো সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) সভাপতি তানজীবা রহমান, স্কাইটেক সিইও মুসনাদ ই আহমেদ, ব্যাবিলন রিসোর্সেস-এর সিইও লিয়াকত হোসাইন, হুয়াওয়ে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার হেড অব মিডিয়া তানভীর আহমেদ মিথুন প্রমুখ।

বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। উপস্থিত ছিলেন সহসম্পাদক ভূঁইয়া মোহাম্মাদ এনাম লেনিন, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিমন এবং নির্বাহী সদস্য এনামুল হক ও ইমদাদুল হক।

বিজ্ঞাপন

সহযোগিতা করে হুয়াওয়ে, শাওমি, স্মার্ট টেকনোলজিস, ভিভো, ট্রান্সশন, টেকনো, সিম্ফোনি, অপো, আইটেল, রিয়েলমি, ওয়ালটন, স্কাইটেক, ইনফিনিক্স, ব্যাবিলন, স্টিড ফাস্ট, চিকিৎসা, এক্সট্রা, আইসিসি কমিউনিকেশন, স্টারটেক, গ্লোবাল ব্র্যান্ড, ধানসিঁড়ি, কাউ টেকনোলজিস, ডিজিটাল হাব, ইউসিসি, স্পেকট্রাম, ফ্লোরা ব্যাংক, রেডডাটা, ইউসিসি, ড্যাফোডিল, বন্ডস্টেইন, মেট্রোনেট, পেপারকেবল, প্রিয়শপ, প্রাইডসিস আইটি, র‍্যাডিসন ডিজিটাল, প্রিজমইআরপি ও সেলএক্সট্রা।

বিসিএস, বেসিস, বাক্কো, ই-ক্যাব, আইএসপিএবি, উই ও বিডব্লিউআইটির সদস্যরা আয়োজনে শরিক হন। ক্রিয়েটিভ সহযোগিতা করে ফিফোটেক। প্রয়াত সদস্য ও তাদের পরিবারের বিদেহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

খেসারি টক ডাল
২২ মে ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর