Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসা সেবায় গাফিলতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ২৩:১৯

রাজশাহী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা সেবায় চিকিৎসকদের গাফিলতি বরদাস্ত করা হবে না। আবার রোগীর স্বজনরা কথায় কথায় চড়াও হবে, হাসপাতাল ভাংচুর করবে তাও মেনে নেওয়া হবে না।

রোববার (১০ মার্চ) রাতে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজশাহীতে অজানা রোগে মারা যাওয়া দুই শিশুর মৃত্যুর কারণ জানা যায়নি। এ ছাড়া, সম্প্রতি খতনা দেওয়ার সময় শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ উপজেলা ও জেলা পর্যায় থেকে স্বাস্থ্যখাত ঠিক করা হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ এলাকায় চিকিৎসা সেবা নেওয়ার আহ্বান জানান। পরে মন্ত্রী রাজশাহী বিভাগের স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর