Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ২৩:৫৫

ঢাকা: কারিগরি ত্রুটির কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ডিএসইর আইটি সেবাদাতা প্রতিষ্ঠান নাসডাক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১০ মার্চ) ডিএসইর প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপারেশনাল ত্রুটিজনিত কারণে ডিএসইর সূচকে শুরু থেকে শেষ পর্যন্ত অস্বাভাবিক পরিসংখ্যান দেখা গেছে। ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাসডাকের সঙ্গে জরুরি বৈঠক করে তা সমাধানের চেষ্টা অব্যহত রেখেছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান পরিচালন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ জি এম সাত্বিক আহমেদ শাহকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়েছে, উদ্ভূত সমস্যা আজই সমাধান হবে বলে ডিএসই কর্তৃপক্ষ আশা করছে। বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি দুঃখপ্রকাশ করে কাউকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছে ডিএসই।

এ দিন (রোববার) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই ডিএসইর ওয়েবসাইটে বিভ্রান্তি দেখা দেয়। লেনদেন শুরুর পর থেকে শেষ হওয়া পর্যন্ত ডিএসইর ওয়েবসাইটে সূচকসংক্রান্ত বিভ্রান্তকর তথ্য দেখায়। ফলে দিনভর পুঁজিবাজারের প্রকৃত অবস্থা জানতে পারেননি বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

এদিন সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরুর পর সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে ডিএসই ইনডেক্স ডিএসইএক্স দেখায় শূন্য দশমিক ৩৯ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ছয় হাজার ১২ দশমিক ৩৬ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কম। অথচ তথন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছিল। এর মধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০ দশমিক ৩২ শতাংশ।

ওই সময়ে শরিয়া সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় শূন্য দশমিক শূন্য চার পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১ হাজার ৩৩৫ দশমিক ৮৪ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কম। একই সময়ে বাজার মূলধনের দিক থেকে সবচেয়ে বড় ৩০টি কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ দেখায় দুই হাজার ৯৬ দশমিক ৫৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে দুই দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০৬ শতাংশ বেশি।

এর মিনিট বিশেক পর সকাল সাড়ে ১০টা নাগাদ ওয়েবসাইটে মূল্যসূচক তিনটির সবগুলোর তথ্যই দেখানো হয় শূন্য। এদিকে সূচকের গ্রাফেও কোনো তথ্য ছিল না সাড়ে ১০টা পর্যন্ত।

এদিকে দুপুর আড়াইটায় লেনদেন শেষে ডিএসইর ওয়েবসাইটে ডিএসইএক্স সূচক ১৪১ পয়েন্ট বেড়েছে দেখানো হয়। কিন্তু মূল সূচক ছিল ঋণাত্মক পাঁচ হাজার ৯৭১ পয়েন্ট। একইভাবে শরিয়া সূচক ডিএসইএস ৩০ পয়েন্ট বেড়েছে দেখানো হলেও মূল সূচক দেখাচ্ছিল ঋণাত্মক এক হাজার ৩৪০ পয়েন্ট। অন্যদিকে ডিএস৩০ সূচকও ২০৮৩ পয়েন্ট বেড়েছে দেখানো হলেও মূল সূচক ছিল ঋণাত্মক ১০ পয়েন্ট। অর্থাৎ সবগুলো তথ্যই ছিল বিভ্রান্তমূলক।

এর মধ্যে সকাল ১০টা ২৪ মিনিটে ডিএসইর ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়, অপারেশনগত ত্রুটির কারণে ডিএসইর ওয়েবসাইটে বিভ্রান্তকর তথ্য দেখাচ্ছে। এ জন্য সূচক দেখে বিনিয়োগকারীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয় ওই বার্তায়। ঘণ্টাখানেক পর ওই বার্তা প্রত্যাহারও করে নেওয়া হয়।

সারাবাংলা/জিএস/টিআর

কারিগরি ত্রুটি টপ নিউজ ডিএসই ডিএসই সূচক তদন্ত কমিটি পুঁজিবাজার বিভ্রান্তিমূলক তথ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর