ইসরাইলের বিপক্ষে ইউরো প্লে-অফ খেলতে চাইছে না আইসল্যান্ড!
১১ মার্চ ২০২৪ ১৪:০৯
ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর চালানো বর্বরতার কারণে বিশ্বজুড়েই কঠিন নিন্দার মুখে ইসরাইল। ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে অনুমেয়ভাবেই। বিভিন্ন ইভেন্টে ইসরাইলকে নিষিদ্ধ করার পুরনো দাবিটাও উঠেছে জোরালোভাবে। এসবের মাঝে আইসল্যান্ড ফুটবল দলের কোচ নরউইগান হারিদি সাফ জানিয়ে দিলেন, নিষেধাজ্ঞার ভয় না থাকলে ইউরো বাছাইপর্বের ম্যাচে ইসরাইলের বিপক্ষে মাঠেই নামত না তার দল!
আগামী ২১ মার্চ হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোর বাছাইপর্বের প্লে অফে মুখোমুখি হবে ইসরাইল-আইসল্যান্ড। ম্যাচের আগে আইসল্যান্ড কোচ হারিদি বলছেন, ইসরাইলের বিপক্ষে খেলার কোনও ইচ্ছা নেই তার, ‘তাদের বিরুদ্ধে মাঠে নামতে আমি ইতস্ততবোধ করব। কারণ গাজায় যা হচ্ছে, তারা নারী, শিশু ও নিরপরাধ নাগরিকদের সাথে যা করেছে সেটা অমানবিক। এটা কোনভাবেই হওয়া উচিত না। এই ম্যাচটা তাই আমাদের খেলা উচিত না।’
তবে বাছাইপর্বের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ বয়কট করলে ইউয়েফার নিষেধাজ্ঞায় পড়তে হবে আইসল্যান্ডকে। হারিদি তাই বলছেন, শুধুমাত্র নিষেধাজ্ঞা এড়াতেই ইসরাইলের মুখোমুখি হবেন তারা, ‘এটা খুব কঠিন কাজ। মাঠে নামার পর আমার প্রতিটা মুহূর্তেই গাজার কথা মনে হবে। কিন্তু এই ম্যাচ না খেলেও উপায় নেই। আমাদের উপর নিষেধাজ্ঞা আসবে। আরও অনেক শাস্তির মুখোমুখিও হতে হবে।’
গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলী হামলায় এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউক্রেনের উপর হামলার জন্য ২০২২ সালে রাশিয়াকে সব ধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করেছিল ফিফা। তবে ইসরাইলের বিপক্ষে কোনও কঠোর সিদ্ধান্ত নেননি তারা।
সারাবাংলা/এফএম