Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ভোট চুরি করতে দেওয়া হবে না: মোশাররফ


২৫ মে ২০১৮ ১৬:৩১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ ভোট চুরি করেছে, গাজীপুরের সিটি নির্বাচনে তাদের আর ভোট চুরি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি নেতা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আন্দোলনের অংশ হিসাবেই গাজীপুরের নির্বাচনকে নিয়েছে। বিএনপি খুলানর সিটি নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র প্রতিরোধ করতে নতুন কৌশলে এগোনো হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ায় তার জনপ্রিয়তা আরো বেড়েছে উল্লেখ করে মোশাররফ বলেন, ‘তাকে জেলে নিয়ে বিএনপিকে দুর্বল করতে পারেনি সরকার, ভবিষ্যতে পারবে না। তারা ভোট ছাড়া সরকার গঠন করতে চায়। এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে নির্দলীয় নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করা হবে। তারা চায় নতুন করে বাকশাল প্রতিষ্ঠা করতে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের একতার জন্য সরকার সাহস পাচ্ছে না। বিএনপি খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে ও গঠনতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করবে।’

মাদক উদ্ধার ও ক্রসফায়ারে নিহতদের নিয়ে তিনি বলেন, ‘সরকার ও জনগণ জানে মাদক সম্রাট কারা, কাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা চলে। এমপি ও রাজনৈতিক নেতাদের নাম প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে ছোট মাদক ব্যাবসায়ীদের ক্রসফায়ারে হত্যা করছে। এ পর্যন্ত ৫০টির বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত জনগণের ন্যায্য হিস্যা তিস্তার পানি বিষয়ে সরকার কোনো আলোচনা করেনি। যদি কোনো আলোচনা করে থাকেন তবে তা মানুষের সামনে প্রকাশ করেন। তা না হলে জনগণের সন্দেহ আবারও নীল নকশার নির্বাচন করার জন্য আপনি ভারত সফর করছেন কিনা?’

সমাবেশে অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মাদ ইব্রাহিম, এ জেড এম জাহিদ হোসেনসহ প্রমুখ।

সারাবাংলা/এআই/এমও

গাজীপুর সিটি করপোরেশন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর