‘চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে’
১১ মার্চ ২০২৪ ১৮:১৫
রাজশাহী: মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীদের চাপ কমাতে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
তিনি বলেন, আমি যেটা বলছি, প্রান্তিক জনগোষ্ঠিকে আমরা যদি চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারি, তাহলে মেডিকেল কলেজের চাপ কোনোদিনই কমবে না।
সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এদিন রামেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, মেডিকেল কলেজে শুধু চিকিৎসা সেবা দেওয়া না; এখানে শিক্ষা, চিকিৎসা, গবেষণা সবাই হয়। সুতরাং আমরা জেলার হাসপাতালগুলোর উন্নয়ন করব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহীতে একটি জেলা হাসপাতাল আছে। এটি অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। এই হাসপাতালটি সচল করা হবে। তাহলে এই মেডিকেল কলেজগুলোতে রোগীর চাপ কমবে। আশা করি আমরা এগুলো সমাধান করতে পারব। কিছু জনবলের ঘাটতি আছে। সেগুলোও দেখা হবে।
তিনি বলেন, রাজশাহীতে একটি মেডিকেল কলেজ হবে। এটা হলে মানুষের অনেক উপকার হবে। আজকে একটা আইসিইউ-এর উদ্বোধন করা হলো। সেটাও মানুষের জন্য অনেক উপকারে আসবে। হাসপাতালগুলোতে এই পরিদর্শন চলবে।
রামেক হাসপাতাল ঘুরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেলে এসে আমার অনেক ভালো লাগল। মেডিকেল কলেজটি অন্যান্য মেডিকেল কলেজের চেয়ে আমার কাছে মনে হয়েছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।
অনুমোদনহীন হাসপাতাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটা স্পষ্ট কথা বলে দিই; কোনো হাসপাতাল তাদের পূর্ব শর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না। কারণ একটা অপারেশন করতে গেলে যা যা দরকার, একটা হার্টের রোগী রাখতে গেলে যে সমস্ত ব্যাক সাপোর্ট দরকার এটা ছাড়া কোনোদিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না।
এসময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলীসহ হাসপাতালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনইউ