Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু চুরির পর হরিণের মাংস বলে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ১৯:২২

বাগেরহাট: একে তো চুরি, এর ওপর বাটপারি! গরু চুরির পর সেটি জবাই করে হরিণের মাংস বলে বিক্রির ঘটনা ঘটেছে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে। প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর গা ঢাকা দিয়েছেন চোর চক্রের সদস্যরা।

বৌদ্ধমারী গ্রামের মো. সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার জানান, তার আয়ের উৎস বলতে একটি মাত্রই গাভীন গরু। সেটিকে রোববার (১০ মার্চ) সকালে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। কিন্তু দুপুরে গিয়ে মাঠে চড়ানো তার সাদা রংয়ের গাভীন গরুটি খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন তার গাভীন গরুটি পাশ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) এবং আফজাল বেপারীর ছেলে সাজ্জাক বেপারী চুরি করেছেন। গরুটিকে সুন্দরবনের ভেতর জবাই করে তা হরিণের মাংস বলে বিক্রি করেছেন।

বিজ্ঞাপন

আসল হরিণের মাংস নয়, এটি গরুর মাংস- জানাজানি হলে গা ঢাকা দেয় ওই তিনজন।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘গরু চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/একে

গরু চুরি টপ নিউজ হরিণের মাংস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর