Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ১৯:৩৪

ঢাকা: আগামীকাল (১২ মার্চ) মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। ফলে রমজান মাসে দেশের ব্যাংকের অফিস লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঘোষিত সময়সূচি অনুযায়ী রমজান মাসে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আর বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। বর্তমানে দেশের ব্যাংকগুলোয় অফিস সূচি হলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে ৩টা পর্যন্ত।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লেনদেনের নতুন সূচির এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংকের কর্মীদের বিকেল ৪টা পর্যন্ত অফিসে থাকতে হবে। এতে আরও বলা হয়েছে, রমজান শেষ হওয়ার পর অফিস ও ব্যাংকিং সময় আগের সময়সূচিতে ফিরে আসবে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

সারাবাংলা/জিএস/একে

টপ নিউজ বাংলাদেশ ব্যাংক ব্যাংক লেনদেন রমজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর