Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের ৫ কোটি মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ১৯:৫০

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশে পাঁচ কোটির ওপরে মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১১ মার্চ) দুপুরে নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবনের মাঠে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এমন সময়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যখন বাংলাদেশের পাঁচ কোটির ওপরে মানুষ আজ অনাহারে দিন কাটাচ্ছে। বিএনপির এ উদ্যোগ কিছু মানুষের জীবনে অন্ততঃ স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। অন্ততঃ কয়েক বেলা তারা খেতে পারবে, ইফতার করতে পারবে। বিএনপির কাজ এমনই হতে হবে। কারণ, বিএনপি মানে জনগণ আর জনগণ মানে বিএনপি।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের নামে আওয়ামী লীগ ক্যু করেছে, মিলিটারি ক্যুর মতো। এটাকে আমরা নির্বাচন বলতে পারি না, কারণ জনগণ এ নির্বাচনে অংশ নেয়নি। ভাতা কেটে নেয়ার হুমকি দিয়েও জনগণকে ভোটকেন্দ্রে নেয়া যায়নি। ৯৫ শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ যদি মনে করে জনগণকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে ক্যু করে ক্ষমতা দখল করে টিকে থাকতে পারবে, এর চেয়ে বড় ভূল আর কিছু নেই। বিএনপির আন্দোলন চলমান আছে। যতদিন বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে না, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

নির্বাচন ‘প্রত্যাখান’ করায় জনতাকে ধন্যবাদ জানিয়ে আমীর খসরু বলেন, ‘আপনারা ভোট কেন্দ্রে না গিয়ে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। এটাই গণতন্ত্রের বিজয়। এটাই বিএনপির আন্দোলনের সুফল। এটাই বাংলাদেশ। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হতে হবে। বাংলাদেশের মানুষকে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে।’

অনুষ্ঠানে নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনইউ

আমীর খসরু টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর