গুরুত্বপূর্ণ স্টেশনে ‘বুড়িমারী এক্সপ্রেস’কে বিরতি দেওয়ার দাবি
১১ মার্চ ২০২৪ ২৩:১৭
রংপুর: রাজধানী ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে আগামীকাল ১২ মার্চ থেকে নতুন একটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এটিই দেশের সবচেয়ে দীর্ঘ (৬০০ কিলোমিটার) রুট। ট্রেনটি চালু হলে বুড়িমারী টু ঢাকার যোগাযোগের চিত্র একদিকে যেমন বদলে যাবে অন্যদিকে আশেপাশের তিন মানুষের যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে। তবে বহুল প্রত্যাশার পর এই রুটে স্বতন্ত্রভাবে চালু হওয়া ট্রেন নিয়ে যেমন উৎসাহ উদ্দীপনার শেষ নেই উত্তরবঙ্গবাসীর; তেমনি দাবিও আছে। এই রুটের গুরুত্বপূর্ণ কিছু স্টেশনে বিরতি দেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।
গত শনিবার (৯ মার্চ) বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (টিটি) শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক নির্দেশপত্রে জানানো হয়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (১২ মার্চ) উদ্বোধন করা হবে।
২০১১ সালের ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা ও তিনবিঘা করিডোর পরিদর্শনে এলে বুড়িমারী থেকে সরাসরি রাজধানী ঢাকায় চলাচলের জন্য একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। এ জন্য গতবছরের ১৯ নভেম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য ১৪টি কোচ লালমনিরহাট স্টেশনে পৌঁছায়। এরপর ৬ ডিসেম্বর বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস। পরে উদ্বোধনের নতুন দিন জানানো হয়।
দেশের উত্তরাঞ্চলের ভারত সীমান্তবর্তী লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি বিশেষ ভূমিকা রাখবে। বুড়িমারী স্থলবন্দর আন্তর্জাতিক স্থলবন্দর হওয়ায় এ রুট দিয়ে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানে কয়েক হাজার যাত্রী চলাচল করেন। এ জন্য ট্রেনটির কল্যাণে স্থলবন্দরটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। স্থলবন্দরটিতে বিদেশগামী যাত্রী ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের ভিড় বাড়বে।
আরও পড়ুন: চালু হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস, দার্জিলিং-ভুটান ভ্রমণেও স্বস্তি
বহুল প্রত্যাশার পর এই রুটে স্বতন্ত্রভাবে চালু হওয়া আন্তঃনগর ট্রেন নিয়ে দাবি আছে উত্তরবঙ্গবাসীর। এই রুটের গুরুত্বপূর্ণ কিছু স্টেশন লালমনিরহাটের আদিতমারী, রংপুরের পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ও সাদুল্লাপুরের নলডাঙ্গায় ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়নি। ফলে এ সব এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ সব স্টেশনে যাত্রাবিরতির দাবিতে সোমবার (১১ মার্চ) দুপুরে নাগরিক কমিটির ব্যানারে পীরগাছা বাজারে মানববন্ধনও করেছেন। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টায় লক্ষাধিক মানুষের গণজমায়েত করার কর্মসূচিও দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন পীরগাছা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা।
আমিনুল ইসলাম বলেন, ‘রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস পীরগাছা স্টেশনে থামে। পীরগাছা স্টেশনে এ সব ট্রেনের নামমাত্র সিট বরাদ্দ দেওয়া আছে। আমাদের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবি এই স্টেশনে বুড়িমারী আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দিতেই হবে, না হলে আমরা আন্দোলনে যাব।’
গাইবান্ধার বামনডাঙ্গার বাসিন্দা মোবাশ্বের আহমেদ, লালমনিরহাটের আদিতমারীর মাহফুজুল ইসলাম এবং সাদুল্লাপুরের নলডাঙ্গার বাসিন্দা সুমন ইসলাম জানান, আন্তঃনগর ট্রেন এসব স্টেশনে থামবে না এটি হতে পারে না। এসব এলাকা দুর্গম। এখান থেকে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না। এখানে যাত্রাবিরতি হলে এখানকার মানুষ খুব উপকৃত হবে।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আগামীকাল ১২ মার্চ ট্রেনটি চালু করা হবে। এরইমধ্যে ট্রায়াল রান শেষ করা হয়েছে। বুড়িমারী-ঢাকা রুট ৬০০ কিলোমিটার দীর্ঘ। এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে রুট।’
সারাবাংলা/একে