Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাঙ্গামাটিতে বাজার মনিটরিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ১৬:৩১

রাঙ্গামাটিতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: রমজান মাস সামনে রেখে রাঙ্গামাটিতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা শহরের বনরুপা বাজারসহ প্রধান প্রধান বাজারগুলো মনিটরিং করা হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের নেতৃত্বে বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলামসহ বাজার কর্মকর্তা, ক্যাব নেতৃবৃন্দ, বাজার সমিতির নেতারা।

এ সময় জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, মাহে রমজানে জিনিসপত্রের দাম যেন কোনোভাবে বেড়ে না যায়, সেজন্য আমাদের আজকের এই মনিটরিং। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সর্তক করেছি। নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, এখন পর্যন্ত রাঙ্গামাটির বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ভোক্তাদের যেন বেশি দামে পণ্য কিনতে না হয়, সেটি নিশ্চিত করতে আমরা তদারকি অব্যাহত রাখব।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/টিআর

বাজার মনিটরিং রাঙ্গামাটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর