Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাজিস্ট্রেট দেখেই দাম কমল বেগুন-আদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ১১:৩৮

জয়পুরহাট: রমজানের আগেই বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। যার প্রভাব পড়েছে জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারেও। তাই সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তবে ম্যাজিস্ট্রেটকে দেখেই কম দামে আদা ও বেগুন বিক্রি শুরু করেন পাইকারী ব্যবসায়ীরা।

অভিযানকালে ব্যবসায়ীরা ২০০ টাকার পরিবর্তে ১৮০ টাকা কেজিতে আদা ও বেগুন ৫০ টাকার পরিবর্তে ৩৫ টাকা কেজিতে বিক্রি শুরু করেন। মঙ্গলবার (১১ মার্চ) সকালে শহরে নতুনহাট বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাধারণ ক্রেতারা আদা ও বেগুন কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় খুচরা বাজারে আদা ২০০ টাকা ও বেগুন ৪০ টাকা বিক্রি নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব।

তিনি জানান, রমজানে বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেট করে পণ্যের কৃত্রিম সংকট বন্ধে যৌক্তিক দাম নির্ধারণ করা হয়। অসাধু ব্যবসায়ীরা যাতে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারেন তা নিশ্চিত করতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব।

সারাবাংলা/এসকে/এনএস

জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর