শরীফ-তৌহিদ ফের বাক্কোর সভাপতি-সম্পাদক
১২ মার্চ ২০২৪ ১৫:৪৩
ঢাকা: দেশের আউটসোর্সিং খাতের প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি পদে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ওয়াহিদুর রহমান শরীফ ও সাধারণ সম্পাদক পদে ফিফোটেকের তৌহিদ হোসেন নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৬ মেয়াদে তারা বাক্কোকে নেতৃত্ব দেবেন। আগের কমিটিতেও এই দুজনেই বাক্কোর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন।
সম্প্রতি বাক্কোর নির্বাচন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে নির্বাচন বোর্ড নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাক্কোর নতুন কমিটি নির্বাচিত করেছে। নতুন কমিটি দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে উজ্জ্বল ভূমিকা রাখতে বলে প্রত্যাশা করেছে নির্বাচন বোর্ড।
বিজ্ঞপ্তি অনুযায়ী বাক্কোর নতুন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন টাইমস এএসএল কল সেন্টার লিমিটেডের মো. আবুল খায়ের, সহসভাপতি হয়েছেন অটোমেশন সলিউশন বাংলাদেশের তানভীর ইব্রাহিম। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাই আউটসোর্সিং লিমিটেডের মো. তানজিরুল বাশের এবং অর্থ সচিব পদে ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশন লিমিটেডের (আইএসএসএল) মোহাম্মদ আমিনুল হক নির্বাচিত হয়েছেন।
১২ সদস্যের বাক্কো কমিটির নবনির্বাচিত পরিচালকরা হলেন— এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের আবু দাউদ খান, স্কাই টেক সলিউশনের মো. মুসনাদ ই আহমেদ, নোবেল আইটি সলিউশন লিমিটেডের মো. ফজলুল হক, ভার্চুয়াল মার্কেট সলিউশন লিমিটেডের আব্দুল কাদের, আয়েশা সার্ভিসেসের (এএসএল বিপিও) জায়েদ উদ্দিন আহমেদ ও মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশন লিমিটেডের মেহেদী হাসান জুলফিকার।
বাক্কোর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাহ এইচ কাফি, সদস্য ছিলেন মো. হাবিবুল হক ও মৃধা মো. মাহফুজ-উল-হক।
সারাবাংলা/টিআর
ওয়াহিদুর রহমান শরীফ তৌহিদ হোসেন বাক্কো বাক্কোর নতুন কমিটি বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও