Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্যর কাছে অলরাউন্ড পারফরম্যান্স চান শান্ত

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৪ ১৭:২৫

জাতীয় দলে বারবারই ধারাবাহিকতার অভাবে জায়গা হারিয়েছেন তিনি। ব্যাটে-বলে অবশ্য এখনো দলের অন্যতম ভরসার জায়গা সৌম্য সরকার। শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের স্কোয়াডেও আছেন সৌম্য। চট্টগ্রামের প্রথম ওয়ানডেতে লিটনের সাথে খুব সম্ভবত ওপেনিংয়ে নামবেন তিনিই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, সৌম্য থেকে অলরাউন্ড পারফরম্যান্সই আশা করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে দারুণ ফর্মে ছিলেন সৌম্য। নিউজিল্যান্ডের মাটিতে হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিও। লংকানদের বিপক্ষে সিরিজেও সৌম্যর কাছ থেকে ভালো কিছুই প্রত্যাশা শান্তর, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; সবকিছুতে ওর কাছে শতভাগ চাই। শেষ সিরিজে সে অনেকদিন পর ফিরে আসলো। তিন ম্যাচের প্রতিটিতেই সে ভালো খেলেছে। এর মাঝে বড়  ইনিংসও ছিল। অবশ্যই ধারাবাহিকতার প্রয়োজন আছে। আলাদাভাবে শুধু তার কথাই বলব না, সবারই উন্নতির জায়গা আছে।’

বিজ্ঞাপন

সৌম্যর সামর্থ্য নিয়ে কোনও সন্দেহই নেই শান্তর, ‘শেষ ইনিংসের কথা যদি বলি, নিউজিল্যান্ডের ওই কন্ডিশনে ওরকম ইনিংস খেলা দলের জন্য বড় ব্যাপার। আশা করি এই সিরিজেও সে ভালো ব্যাটিং করবে। দলের জন্য বড় কিছু করবে।’

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না শান্তদের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এশিয়া কাপ, বিশ্বকাপেও হয়েছে ভরাডুবি। শান্ত অবশ্য ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘চ্যালেঞ্জ তো সব সময়ই থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষে খেলার আগেই চ্যালেঞ্জ থাকে। ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। একটা বছর খারাপ যেতেই পারে। কিন্তু দল হিসাবে এই বছরটা ভালোভাবে ফেরাটা গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা প্রস্তুত।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ শান্ত সৌম্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর