ঢাকা: পারিবারিক কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেছেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারিবারিক কারণে পিআরএল এ থাকা ওই কর্মকর্তা ছুটি ভোগ করবেন বলে আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আবেদনপত্র গ্রহণ করেছে
এদিন দুপুরে রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান সংশ্লিষ্টদের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।
২০২৩ সালের ১৪ জুন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার পদে নিয়োগ পান।
এর আগে, একই বছরের ১৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হয়।
২০০৯ সালের ১৫ অক্টোবর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন।