Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ২০:০৪

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের ‘বিশেষ ডিসকাউন্টে’ চিকিৎসা সেবা দিতে করপোরেট চুক্তি করেছে ইনসাফ বারাকাহ কিডনি জেনারেল হাসপাতালে। রাজধানীর মগবাজারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার (১২ মার্চ) করপোরেট চুক্তি স্বাক্ষর করে ডিএসইসির কার্যনির্বাহী কমিটি।

চুক্তিতে স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সভাপতি মামুন ফরাজী, সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, কল্যাণ সম্পাদক জাফরুল আলম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ, ঢাকা- সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ প্রমুখ।

হাসপাতালের জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস বলেন, ‘এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলবে। রোগীরা প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।’

মেডিকেল ক্যাম্প চলাকালে কিডনি সম্পর্কিত সিরাম ক্রিটেনিন, ইউরিন আর/ই পরীক্ষা ও ডেন্টাল চেক-আপ ফ্রি করা হবে। বিভিন্ন অপারেশন প্যাকেজে ৫০ শতাংশ ছাড় দেওয়া থাকছে। এ ছাড়া
১০০০ টাকায় ৬টি পরীক্ষা (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ই) করা যাবে। থাকছে প্যাকেজ মূল্যে হেলথ চেক-আপ করার সুযোগ।

বিজ্ঞাপন

কিডনি দিবস উপলক্ষে ৫ (পাঁচ) জন দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত কিডনি ডায়ালাইসিস ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)। করপোরেট চুক্তির আওতায় সাংবাদিকরাও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও হাসপাতাল ব্যয়ে ৪০ থেকে ৫০ শতাংশ ছাড় পাবেন বলে জানান হাসপাতালের জেনারেল ম্যানেজার।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সভাপতি মামুন ফরজী বলেন, ‘এই করপোরেট চুক্তির আওতায় আজ থেকে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও পরিবারের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতাল সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা দেবে। হাসপাতালটির এই উদ্যোগ প্রশংসনীয়।’

সারাবাংলা/একে

চুক্তি ডিএসইসি ঢাকা সাব এডিটরস কাউন্সিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর