বিজিএমইএ’র পরবর্তী সভাপতি কচিকে শুভচ্ছা ফোরাম নেতার
১২ মার্চ ২০২৪ ২৩:৪২
ঢাকা: বিজিএমইএ’র নির্বাচনে সংগঠনটির বর্তমান সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি’র নেতৃত্বে সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজিএমইএ’র ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদে তার প্যানেলের সবাই নেতৃত্ব দেবেন। এদিকে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্যানেল লিডার এস এম মান্নান কচিকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে হেরে যাওয়া ফোরাম নেতা ফয়সাল সামাদ।
মঙ্গলবার (১২ মার্চ) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এস এম মান্নান কচিকে ফুল দিয়ে অভিনন্দন জানান ফোরাম নেতা ফয়সাল সামাদ। এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি মো. নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএর নির্বাচনে এবার পূর্ণ প্যানেলে জয় পেয়েছে সম্মিলিত পরিষদ। ফলে বিজিএমইএ’র পরবর্তী সভাপতি হবেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান কচি। বর্তমান সভাপতি ফারুক হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি। গেল শনিবার দিনভর ঢাকা ও চট্টগ্রামে সংগঠনটির ভোটগ্রহণ অনুষ্টিত হয়। ওই দিন রাত ১২ টার পর ফল পাওয়া যায়। ফলাফলে দেখা যায়, পূর্ণ প্যানেলে জয় পায় সম্মিলিত পরিষদ। ফোরামের কেউ জয়ী হননি। ফলে ৩৫ পরিচালক পদে সবাই সম্মিলিত পরিষদের। সভাপতি পদে কচির নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।
নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর সংগঠনের সভাপতি এবং প্রথম সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং দু’জন সহ-সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। তাদের মনোনয়ন বাছাই শেষে ১৯ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সাধারণত নির্বাচনের দিনই নেতা নির্বাচন চূড়ান্ত হয়। নেতা নির্বাচন নিয়ে আপত্তি থাকলে আপিলের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপিল নিষ্পত্তির পর ২৮ মার্চ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। যারা ২০২৪-২৬ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম