রাজধানীতে মানবপাচারকারী চক্রের ২ সদস্য আটক
১৩ মার্চ ২০২৪ ১৭:৫২ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৭:৫৪
ঢাকা: মানবপাচার ও জাল ভিসা দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে দুই জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। মঙ্গলবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এনএসআই ঢাকা উইং ও মতিঝিল থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- উজ্জ্বল খাঁন ও মোছা. রোজিনা। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা (গলাকাটা ভিসা), টাকা লেনদেনের চেক ও দলিল জব্দ করা হয়েছে।
এনএসআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনএসআইয়ের ঢাকা উইং দীর্ঘদিন ধরে মানব পাচার ও জাল ভিসা দিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎকারীর সঙ্গে সম্পৃক্ত একটি চক্রের ওপর নজরদারি করে আসছে। মানব পাচারকারীদের অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর মধ্যে আছে জাল ভিসা প্রদান, ভুয়া ওয়ার্ক পারমিট ও মোটা অঙ্কের টাকা আত্মসাৎ।
অভিযান সূত্রে জানা যায়, সাতজন ভুক্তভোগীর কাছ থেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে তুরস্ক পাঠানোর কথা হয়। এখন পর্যন্ত ভুক্তভোগীরা সাড়ে সাত লাখ টাকা মানব পাচারকারীদের কাছে দেন। এ রকম আরও অনেকের কাছ থেকে তারা বিভিন্ন সময়ে অর্থ হাতিয়ে নেয়।
সারাবাংলা/এনইউ