Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে পাথর নিক্ষেপ, নাক ফাটল চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ০৮:৫৫

ময়মনসিংহ: চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে নাক ফেটে আহত হয়েছেন ট্রেন চালক। এ ঘটনায় গৌরীপুর উপজেলায় যাত্রাবিরতি দেওয়া হয়। পরে ময়মনসিমংহ থেকে অন্য চালক গিয়ে ট্রেনটি গন্তব্যে নিয়ে যায়।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেকাইনগর এলাকার কাছে এ ঘটনা ঘটে। বিজয় এক্সপ্রেসের কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আহত ট্রেন চালকের নাম মো. আতিকুল ইসলাম। তিনি জেলার ত্রিশালের বিরামপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

ট্রেনের এসআই হানিফ মিয়া জানান, জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। পাথরটি ট্রেনের চালক আতিকুল ইসলামের নাকে লাগে। সঙ্গে সঙ্গেই তার নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে আতিকুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়।

বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অন্য ট্রেন চালক আসলে বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম অভিমুখে রওনা দেয় বলে জানান এসআই হানিফ মিয়া।

সারাবাংলা/এনএস

টপ নিউজ ট্রেনে পাথর নিক্ষেপ বিজয় এক্সপ্রেস

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর