Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপের ধাক্কায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ০৯:৫৯

ঢাকা: রাজধানীর গাবতলীতে একটি পিকআপের ধাক্কায় আমেনা বেগম ( ৪৫) নামে একজন নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) পৌনে ৬টায় গাবতলী বাস টার্মিনালের দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পৌনে ৬টায় বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিক-আপের ধাক্কায় ডিএনসিসির এক নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তার নাম আমেনা বেগম (৪৫)। তার স্বামীর নাম মো. আবদুল করিম। নিহতের ঠিকানা দক্ষিণ বাড্ডা হলেও কর্মসূত্রে সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন তিনি।

সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার ভোরে পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাবতলী-দ্বিপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে সড়কের ওপরে উঠতে থাকে। এ সময় বেপরোয়া গতির মাটিভর্তি পিকআপের চালক সামনে গর্ত দেখে ডানদিকের ফুটপাতের দিয়ে গাড়ি চালাতে গেলে তা রাস্তায় উঠতে থাকা আমেনা বেগমকে ধাক্কা দেয়। এতে নিচের খাদে আছড়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ১ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করেন। আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা বলছেন, ঝুঁকিভাতাসহ দাবি-দাওয়া মেনে নেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মিরপুর ডিভিশনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারারা উপস্থিত রয়েছেন। অপ্রতিকার ঘটনা এড়াতে ঘটনাস্থল গাবতলী তিনরাস্তায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পরিস্থিতি শান্ত থাকলেও রাস্তার উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে

সারাবাংলা/জেআর/এনএস

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর