২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাজিয়া সুলতানা। সেই রাজিয়াই সন্তান জন্ম দেওয়ার পর প্রসবজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন।
গত ১৩ মার্চ রাত ১০.৩০টায় নিজ বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নে একটি পুত্র সন্তানের জন্ম দেন রাজিয়া। এরপর দেখা দেয় জটিলতা। পড়ে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টায় মৃত্যুবরণ করেন তিনি।
২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত নারী সাফ ফুটবলের শিরোপা জেতা দলের সদস্য ছিলেন রাজিয়া। পেয়েছিলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা ও ১০ লক্ষ টাকা পুরস্কারও।