Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে হাতিরপুলের ভবনের আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ২১:০৭

রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের বিপরীত দিকের ভবনের আগুন। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটে ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ভবনটিতে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ভবনটির দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছিল। পরে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

সরেজমিনে দেখা যায়, বাইরে থেকে ভবনটিতে আগুনের শিখা দেখা যাচ্ছে না। তবে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল ভবনের দ্বিতীয় তলা থেকে। পরে আগুন নিয়ন্ত্রণে নিতে ভবনের দেয়অল ভাঙতে হয়।

এদিকে ভবনটির ছাদে আটকা পড়েছিলেন কয়েকজন। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে চারজনকে উদ্ধার করেছেন।

আরও পড়ুন-

হাতিরপুলে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে ভাঙতে হচ্ছে দেয়াল, ছাদ থেকে উদ্ধার ৪

সারাবাংলা/ইউজে/টিআর

আগুন আবাসিক ভবনে আগুন টপ নিউজ হাতিরপুলে আগুন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর