Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ২২:৫২
ঢাকা: এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফেরেন তিনি।
বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ সময় গণমাধ্যমকে বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডাম হাসপাতাল ভর্তি হয়েছিলেন। মেডিকেল বোর্ড যেসব পরীক্ষা-নিরীক্ষা দিয়েছিল তা শেষ হওয়ার পর বাসায় ফেরার ছাড়পত্র দেয়। রাত ৮টা ১০ মিনিটে ম্যাডাম বাসায় ফিরেছেন তিনি।’
মেডিকেল বোর্ড আবারও বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে বলে জানান ডা. এজেডএম জাহিদ।
নিয়মিত হেলথ চেকআপের অংশ হিসেবে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলে।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।
সর্বশেষ গত বছর ৯ আগস্ট ফিরোজা‘য় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।
টানা ৫ মাস ৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বছর ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ ফেব্রুয়ারি এভারকেয়ারে যান।

সারাবাংলা/এজেড/পিটিএম

এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর