Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে শিক্ষার্থীদের গণইফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ২১:১৬ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ০০:০২

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গণইফতার কর্মসূচি পালন করেন। ছবি: সারাবাংলা

খুলনা: রমজান মাসে দেশের দুই বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল আয়োজনে নিষেধাজ্ঞার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণইফতার কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত গণইফতারে অংশ নেন প্রায় সাত শ শিক্ষার্থী।

গণইফতারির অন্যতম আয়োজক সাইফুল্লাহ খালিদ বলেন, রমজানের মাহাত্ম্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব তুলে ধরতে ও ইসলামে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমাদের এ ইফতার কর্মসূচি।

আরও পড়ুন- জাবিতে দেড় হাজার শিক্ষার্থী নিয়ে গণইফতার

এর আগে গত রোববার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। পরদিন সোমবার (১১ মার্চ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকেও একই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এসব বিজ্ঞপ্তির প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গণইফতার কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচি পালন করলেন।

সারাবাংলা/টিআর

খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় গণইফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর