Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ১৮ লাখ প্রার্থী দিচ্ছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৪ ০৯:২৬

ঢাকা: দেশের ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (১৫ মার্চ)। এবার ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন।

শুক্রবার দুই শিফটে দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম সংবাদমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

এনটিআরসির তথ্যমতে, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে সাইফুল্লাহিল আজম জানান, দেশের ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এনটিআরসির কার্যালয় খোলা থাকবে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করা হবে।

সারাবাংলা/এনএস

শিক্ষক নিবন্ধন পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর