গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের টপস্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
মারা যাওয়া ব্যক্তির নাম সোলাইমান মোল্লা (৪৫) বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু।
তিনি জানান, গাজীপুরের অগ্নিকাণ্ডে দগ্ধ সোলায়মান মোল্লা শুক্রবার সকালে আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজিজুল নামে একজনকে ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে ৩০ জন ভর্তি আছেন।
ছেলে আকাশ মোল্লা বলেন, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাটবায়রা গ্রামে। গাজীপুরে ভাড়া থাকেন। পেশায় ভাঙ্গারীর ব্যবসা করতেন। ঘটনার সময় বাইরে রাস্তায় ছিল তার বাবা।
এই ঘটনায় আরও দগ্ধ হয়েছেন সোলায়মানে ছোট ভাইয়ের স্ত্রী শিল্পি আক্তার (৪০) তার দুই ছেলে নুরবী নিলয় (৩) ও নিরব(৭)।