Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুতার ভেতর সোয়া কেজি সোনার চুড়ি, বিমানযাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৪ ১৮:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩২টি সোনার চুড়ি উদ্ধার হয়েছে। ওই যাত্রীকে আটক করে থানায় দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের ভেতরে লুকিয়ে রেখে ওই স্বর্ণালংকারগুলো আনা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।

শুক্রবার (১৫ মার্চ) সকালে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এসব স্বর্ণালংকার উদ্ধার করেন। এর আগে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছেন ওই যাত্রী।

আটক ওই যাত্রীর নাম রফিকুল ইসলাম বকুল।

বিমানবন্দরের দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি সারাবাংলাকে জানান, বকুল বিশেষ কায়দায় সোনার চুড়িগুলো জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। ব্যাগ স্ক্যানিংয়ের সময় ওটা ধরা পড়ে। পরে তার শরীর তল্লাশি করে ৩২টি সোনার চুড়ি জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি। সব মিলিয়ে এক কেজি ২২০ গ্রাম সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ টাকা।

আটক বকুলের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে বলে কাস্টমসের এ কর্মকর্তা জানান।

সারাবাংলা/আইসি/এমও

টপ নিউজ বিমানযাত্রী সোনার চুড়ি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর