Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নান্দাইলে এনামুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৪ ১৯:৩৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৯:৩৫

ময়মনসিংহ: নান্দাইলে এনামুল হক হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আবুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আবুল ইসলাম নান্দাইলের ভাটীচারিয়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধে ১৩ মার্চ দুপুরে আবুল ইসলাম ও তার সহযোগিরা দেশি অস্ত্র নিয়ে এনামুল হকের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে এনামুল হক গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ভাই মজিবুর রহমান নান্দাইল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে ছিলো।

পরে র‌্যাব গতরাতে কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে এনামুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত আবুল ইসলামকে গ্রেফতার করে। আবুল ইসলামকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব-১৪ এর স্কোয়াড কমান্ডার।

সারাবাংলা/এমও

এনামুল হত্যা গ্রেফতার নান্দাইল প্রধান আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর