Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুয়াটুলীতে প্রিন্টিং প্রেসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৫ মার্চ ২০২৪ ২৩:১৮

ঢাকা: রাজধানীর পাটুয়াটুলীর একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টা ৩৮ মিনিটে রাজধানীর পাটুয়াটুলীর ঘি পট্টিতে একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সদরঘাট, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনও সংবাদও পাওয়া যায়নি।

সারাবাংলা/এমও

আগুন পাটুয়াটুলী প্রেসে আগুন