।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ডিগ্রি (পাস কোর্স) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ৫৩ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত এবং মান উন্নয়নসহ সব মিলিয়ে ১ লাখ ৪৫ হাজার ৫৭২ পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে।
শুক্রবার (২৫ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে।
নোটিশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে অসঙ্গতি বা ভুল ত্রুটি দেখা দিলে তা সংশোধন বা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
নোটিশে বলা হয়, প্রকাশিত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী অথবা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তা আগামী এক (১) মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যসহ জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কারো কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
সারাবাংলা/ইউজে/এমএইচ/একে