Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগি উদ্ধারে অভিযান শুরু, ট্রেন চলাচল স্বাভাবিক হবে সকালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ২২:০৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ ২২:৩২

কুমিল্লা: জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। অভিযান শেষ হতে ৭/৮ ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে, বগি লাইনচ্যুতের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আছে।

চট্টগ্রামস্থ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিজয় এক্সপ্রেসের নয় বগি লাইনচ্যুত হওয়ার পর পরই আমরা চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন নিয়ে এসেছি। রাত ৯টা ৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়েছে। কাজ চলছে। আগামীকাল (সোমবার) ভোর ৫টায় বগিগুলো উদ্ধারের কাজ শেষ হতে পারে। তবে এ রুটে কাল সকাল নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার নাঙ্গলকোটের হাসানপুরে ট্রেনের বগিগুলো অন্ধকারের মাঝে লাইট জ্বালিয়ে উদ্ধার কাজ করছেন শতাধিক রেল শ্রমিক। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারবেন।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

অভিযান টপ নিউজ বগি উদ্ধার