Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় কারাগারে হাজতি যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ১১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁয় জেলা কারাগারে সামিরুল সরদার (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামিরুল সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

নওগাঁ কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে সান্তাহার রেলওয়ে থানার করা মাদক মামলায় কারাগারে এসেছিলেন সামিরুল সরদার। আজ ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরেই তার মৃত্যু হয়।

জেল সুপার আরও বলেন, ‘হাজতির মৃতদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

নওগাঁ হাজতি যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর