Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ১৪:২৮

ঢাকা: উপ-পুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) সালেহ মোহাম্মদ তানভীরকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার পরিচালক (ডিআইজি) করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, উপপুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) সালেহ মোহাম্মদ তানভীরকে এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) করা হলো। একইসঙ্গে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) সেলিম মো. জাহাংগীরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি জননিরাপত্তা বিভাগে প্রত্যার্পণ করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এমও
বিজ্ঞাপন

আরো