Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধুপ্রতিম রাষ্ট্রের সহযোগিতা চাই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ১৬:৫৭

ঢাকা: মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘বন্ধুপ্রতীম রাষ্ট্রের’ (ভারত) সহযোগিতায় আমরা অল্প সময়ের মধ্যে দেশ স্বাধীন করতে পেরেছি। এখন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও ‘বন্ধুপ্রতিম রাষ্ট্রের’ সহযোগিতা চাই।’

সোমবার (১৮ মার্চ) দুপুরে সম্প্রতি কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শুভেচ্ছা জানাতে তার কাঠাল বাগানের বাসায় গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. মঈন খান বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণ এনডিআই এবং আইআরআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে বলেছে ৭ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। কিন্তু, সরকার তা মেনে নিতে নারাজ। অধিকন্তু তারা (সরকার ) বলছে, বন্ধুরাষ্ট্রের সহযোগিতায় তারা ক্ষমতায় এসেছে। তাদের কথায়ই প্রতীয়মান হয়, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেননি। তারা নির্বাচনের নামে একটি নাটক মঞ্চস্থ করেছে। সরকারকে ক্ষমতায় আনতে যারা সহযোগিতা করেছে তারা কি দেশের মঙ্গলের জন্য করেছে? নাকি জনগণের বাকস্বাধীনতা হরণের জন্য করেছে?

তিনি বলেন, ‘সরকার এ দেশে বিভাজনের রাজনীতি শুরু করেছে। তারা বিএনপিকে ভেঙে নির্বাচনে আনার জন্য অনেক প্রকল্প গ্রহণ করেছিল। মেজর অব. হাফিজ সাহেবকে দিয়েও চেষ্টা করেছিল। কিন্তু তাকে শহিদ জিয়ার আদর্শ থেকে দূরে সরাতে পারেনি।’

ড. মঈন খান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, জনগণ সে গণতন্ত্র ফেরত চায়। আজকে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছে। উন্নয়নের নামে জনগণের পকেট কাটা হচ্ছে। ১০ হাজার কোটি টাকার কাজ ৩০ হাজার কোটি টাকায় করা হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে, আর কাফফারা দিচ্ছে জনগণ।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল খায়ের লিটন, জাহাঙ্গীর পাটোয়ারী, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, মুজিবুর রহমান মজু, ধানমন্ডি থানা নেতা কাবিল আহমেদ, থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোহাম্মদ সৈকত নিউ মার্কেট থানা সদস্য সচিব মো. চঞ্চল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

গণতন্ত্র টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর