Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদায় করা অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরতের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ২১:৩৪

ঢাকা: ভোক্তা ও সিএমএসএমই খাত ঋণের প্রশাসনিক ব্যয় শিল্পসহ অন্যান্য ঋণের চেয়ে অতিরিক্ত এক শতাংশ বাড়তি চার্জ আদায় করেছে ব্যাংকগুলো। এবার ছোট উদ্যোক্তা ও ভোক্তার কাছ থেকে অতিরিক্ত আদায় করা সুপারভিশন চার্জ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে আগ্রহী করতে সিএমএসএমই এবং ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ও গাড়ি ক্রয় ঋণে সর্বোচ্চ এক শতাংশ সুপারভিশন চার্জ দেওয়ার বিধান রাখা হয়েছে। এ চার্জ বছরে একবার আদায় বা আরোপ করা যাবে। পাশাপাশি বার্ষিক ভিত্তিতে আরোপিত এ সুপারভিশন চার্জের ওপর চক্রবৃদ্ধি হারে কোনো সুদ আরোপ করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংক ভিন্ন ভিন্ন পদ্ধতি নানা কৌশলে গ্রাহক হতে নির্ধারিত চার্জের অধিক পরিমাণ সুপারভিশন চার্জ আদায় করছে। এ পরিস্থিতিতে কোনো ঋণগ্রহীতার কাছ হতে আদায় করা অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরত বা সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/জিএস/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর