Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজার পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠকে ‘ডিবিএ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ১২:০৯

ঢাকা: ঢাকা পুঁজিবাজারে চলছে ধারাবাহিক দরপতন। প্রতিনিয়তই কমছে সূচক। এমন অবস্থায় সাম্প্রতিক বাজার পরিস্থিতি থেকে উত্তেরেণের লক্ষ্যে শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর নির্বাহীদের নিয়ে বৈঠকে বসেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। শীর্ষ ৩০টি ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী এবং অন্য ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত আছেন।

এদিকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে সূচকে বড় পতন লক্ষ্য করা গেছে। লেনদেন শুরুর দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৬৩ পয়েন্ট করে অবস্থান করছে ৫ হাজার ৮৪৬ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৬৫.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯৯ পয়েন্টে।

সারাবাংলা/জিএস/এমও

টপ নিউজ ডিবিএ বাজার পরিস্থিতি শীর্ষ ব্রোকার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর