Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন্ডিকেটের সঙ্গে সরকারের লোকজন জড়িত: নোমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ২১:৪৬

চট্টগ্রাম ব্যুরো : ভোগ্যপণ্যের বাজার সিন্ডিকেটের সঙ্গে সরকারের শীর্ষপর্যায়ের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আয়োজিত বিভাগীয় শ্রমিক দলের সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘দেশের শ্রমজীবি মানুষ, সাধারণ জনগণ দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে আজ দিশেহারা। চরম কষ্টে তারা দিনযাপন করছে। কিন্তু সরকারের এতে কোনো মাথাব্যাথা নেই। কারণ, দ্রব্যমূল্য বাড়াচ্ছে যে সিন্ডিকেট তার সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন যুক্ত। এরাই রমজানকে পুঁজি করে ব্যবসায়িক ফায়দা নিচ্ছে আর এর খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে।’

বিএনপিকে ধ্বংস করার সরকারের নীলনকশা বুমেরাং হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির আহ্বানে গত ৭ জানুয়ারির নির্বাচন দেশের জনগণ প্রত্যাখান করেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার যে নীলনকশা করেছিল, সেটা এ নির্বাচনের মধ্য দিয়ে বুমেরাং হয়ে গেছে। সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা আদর্শচ্যুত হননি। যতবারই সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, বিএনপি আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।’

‘জনগণের সাড়া না পেয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী লীগ সব সরকারি প্রতিষ্ঠানকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, দুদককে বিএনপি নেতাকর্মীদের দমন ও নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করছে। সরকারের বিভিন্ন সংস্থা তাদের নিয়মিত কাজ বাদ দিয়ে হয়রানি, গ্রেফতার, দমনপীড়নে মেতে উঠেছে।’

বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর কমিটির আহবায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগরের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও একরামুল করিম, দক্ষিণের আহবায়ক আবু সুফিয়ান, প্রবীণ নেতা এম এ সবুর, অ্যাডভোকেট আবদুস সাত্তার বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর