সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ১৩
১৯ মার্চ ২০২৪ ২৩:১১
ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মশিউর রহমান(২২) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৩ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মশিউরের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বার্নে এখনও ওই ঘটনায় দগ্ধ ১৫ রোগী ভর্তি আছেন। এর আগে, সন্ধ্যার দিকে ৬২ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান ইয়াছিন আরাফাত (২১)।
মশিউরের স্ত্রীর বড় ভাই সানোয়ার হোসেন জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামে। বাবার নাম হামিদুল মিয়া। স্ত্রী শাহানা আক্তারকে নিয়ে কালিয়াকৈরে ভাড়া থাকতেন তিনি। স্থানীয় এটিএস অ্যাপারেলস নামে পোশাক কারখানায় কাজ করতেন।
তিনি আরও জানান, ঘটনার দিন কারখানায় কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। বাসার সামনে জটলা দেখে সেখানে গেলে গ্যাসের আগুনে দগ্ধ হন।
সারাবাংলা/এসএসআর/পিটিএম